Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা কেন্দ্র

৩নং বামনডাঙ্গা ইউনিয়নের পরিবার পরিকল্পনার তথ্য

জনমিতিক তথ্যঃ-

 

পদ্ধতিভিত্তিক গ্রহনকারীর সংখ্যা ও হার     

 

পদ্ধতি

গ্রহনকারীর সংখ্যা

হার

খাবার বড়ি

২৩৩৮০

৩৯.০৭%

কনডম

৬০৭০

১০.১৪%

ইনজেকটেবল্স

৭৪২৯

১২.৪১%

আই ইউ ডি

১৫২৩

২.৫৪%

ইমপস্নানন

১৭১০

২.৮৫%

স্থায়ী পদ্ধতি

৬৩৯৮

১০.৬৯%

মোট গ্রহনকারী

৪৬৫১০

৭৭.৭২%

গর্ভবতী

১৫১৬

২.৫৩%

অগ্রহনকারী

১১৮১৬

১৯.৭৪%

সর্ব মোট সক্ষম দম্পতি

৫৯৮৪২

১০০%

 

 

 

 

 

 

 

                    

 

পদ্ধতির নাম

সংক্ষিপ্ত বর্ণনা

ব্যবহারকারীর নাম

প্রাপ্তি স্থান

খাবার বড়ি

মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং প্রতিদিন ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৯%।

সকল বিবাহিত সক্ষম দম্পতি।

উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। 

কনডম

পুরুষের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং প্রতিদিন ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৭%। প্রতি ডজনে নির্ধারিত মূল্য ১.২০ টাকা

সকল বিবাহিত সক্ষম দম্পতি।

উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক। 

ইনজেকটেবল্স

মহিলাদের জন্য একটি স্বল্পমেয়াদী অস্থায়ী পদ্ধতি এবং ৩ মাস পর পর ব্যবহার করতে হয়। ব্যবহারে সফলতা ৯৯%।

১ সমত্মান সহ পরবর্তী সকল বিবাহিত সক্ষম দম্পতি।

উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলার সকল স্যাটেলাইট ক্লিনিক, সকল সরকারী হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক।

ইমপ্লানন

মহিলাদের জন্য একটি অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি (৩ বৎসর মেয়াদী)। সেবা গ্রহীতাকে নগদ ১৫০/= এবং পরবর্তী ১মাস + ৬ মাস, +১ বৎসর ফলোআপের সময় ৭০/= যাতায়াত ভাতা দেয়া হয় ।  ব্যবহারে সফলতা ৯৯%।

নববিবাহিত দম্পতিসহ সকল সক্ষম দম্পতিগণ।

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।

আই ইউ ডি

মহিলাদের জন্য একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি (১০ বৎসর মেয়াদী)। ব)। সেবা গ্রহীতাকে নগদ ১৫০/= এবং পরবর্তী ১মাস +৬ মাস, +১ বৎসর ফলোআপের সময় ৮০/= যাতায়াত ভাতা দেয়া হয়  ব্যবহারে  সফলতা ৯৯.২%।

১ সমত্মান সহ পরবর্তী সকল বিবাহিত সক্ষম দম্পতি।

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,  সকল পৌর ক্লিনিক,ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত স্যাটেলাইট ক্লিনিক, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স (সদর ক্লিনিক) ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত  এনজিও ক্লিনিক। 

স্থায়ী পদ্ধতি মহিলা বন্ধ্যা

করণ

মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি। প্রতি সেবা গ্রহীতাকে সেবা প্রদানের সময় নগদ ২০০০ টাকা এবং টি শাড়ী প্রদান করা হয় । ব্যবহারের সফলতা ৯৫.৫%।

দুইটি জীবিত সমত্মানের সক্ষম দম্পতিগণ যার ছোট

সন্তানের বয়স ১ বৎসর

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত নির্ধারিত এনজিও ক্লিনিক এবং সদর পঃপঃ ক্লিনিক।

স্থায়ী পদ্ধতি পুরুষ বন্ধ্যাকরণ

পুরুষের জন্য একটি ছুরিবিহীন রক্তপাতহীন একটি স্থায়ী পদ্ধতি। সেবা প্রদানের সময় নগদ ২০০০ টাকা এবং একটি লুংগী প্রদান করা হয়।ব্যবহারের সফলতা ৯৯.৮৫%।

দুইটি জীবিত সন্তানের সক্ষম দম্পতিগণ যার ছোট সন্তানের বয়স ১ বৎসর (কমপক্ষে)

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত নির্ধারিত এনজিও ক্লিনিক এবং সদর পঃপঃ ক্লিনিক।

ইসিপি (জরুরী জন্মনিয়ন্ত্রন বড়ি)

এটি কোন নিয়মিত গর্ভনিরোধক পদ্ধতি নয়। ব্যাকআপ সাপোর্ট হিসাবে শুধুমাত্র জরুরী প্রয়োজনে ব্যবহার করা হয়।

মহিলারা ব্যবহার করবেন, সহবাসের ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে ।

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

 

এম আর

মাসিক বন্ধ থাকলে মহিলাদের মাসিক নিয়মিত করে।

মহিলাদের জন্য

উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সকল ইউনিয়ন/পৌর ক্লিনিক,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধিভূক্ত সকল এনজিও ক্লিনিক।

 

 

 

 

 

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা/সেবার ধরন

সেবা কেন্দ্র

গর্ভবতী, গর্ভোত্তর, ডেলিভারী, সিজার, প্রসব পরবর্তী জটিলতা, শিশুর বুকের দুধ পানের উৎসাহ, ০ থেকে ৫ বৎসরের শিশু, আরটিআই, এসটিআই, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বন্ধ্যাত্ব, সাধারণ রোগী, পুষ্টি, এইডস ইত্যাদি। 

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, .স্যাটেলাইট ক্লিনিক।

 

প্রতিটি ইউনিট/ওয়ার্ডে একজন পরিবার কল্যাণ সহকারী বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে জন্মনিয়ন্ত্রন সামগ্রী সক্ষম দম্পতিদের মাঝে সেবার মাধ্যমে পৌঁছে দেন। তাদের একজন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিদর্শন করে থাকেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডের মাসে একটি করে মোট ৮টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ প্রোভাইডারের মাধ্যমে সকল প্রকার প্রাথমিক সেবা প্রদান করা হয়।


                                                                              মোঃ জিল্লুর রহমান 

                                                                      ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক 

                                                                           ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন 

                                                                              নাগেশ্বরী, কুড়িগ্রাম । 

                                                                         মোবাইল নং-০১৭২২৩৭৪২০৯